
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে প্রথমবার সফলভাবে মূত্রাশয় প্রতিস্থাপন করতে সক্ষম হলেন মার্কিন যুক্তরাষ্ট্রেরচিকিৎসকেরা। লস অ্যাঞ্জেলেসের ৪১ বছর বয়সি অস্কার লারাইনজারের দেহে প্রতিস্থাপিত হল এই মূত্রাশয়। চিকিৎসকদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এ এক অভাবনীয় সাফল্য। এই অস্ত্রোপচার মারাত্মক অঙ্গবৈকল্যে (অর্গান ফেলিওর) আক্রান্ত হাজার হাজার রোগীর জীবনে নতুন আশার সঞ্চার করবে বলেও দাবি চিকিৎসকদের।
মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই যুগান্তকারী অস্ত্রোপচারের নেপথ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মূত্ররোগ বিশেষজ্ঞ (ইউরোলজিস্ট) ইন্দরবীর গিল। অস্ত্রোপচারের পর চিকিৎসক জানান, রোগী ট্র্যাকিয়াল অ্যাডেনোকার্সিনোমা নামের এক বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। চার বছর আগে টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর তাঁর মূত্রাশয়ের কার্যক্ষমতা কার্যত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। স্বাভাবিক মূত্রাশয় যেখানে ৩০০ ঘন সেন্টিমিটারের বেশি তরল ধারণ করতে পারে সেখানে তিনি মাত্র ৩০ ঘনসেমি মূত্র ধারণ করতে পারতেন। অর্থাৎ তার প্রস্রাব আটকানোর কোনও ক্ষমতাই ছিল না। এই অস্ত্রোপচারের পর তিনি স্বাভাবিকভাবে শৌচাগার ব্যবহার করতে সক্ষম হয়েছেন।
গিল আরও বলেন, “এতে কোনও সন্দেহ নেই যে, এই প্রতিস্থাপন রোগীদের জন্য এমন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত করল যা আগে ছিল না। অঙ্গ প্রতিস্থাপন একটি জীবন রক্ষাকারী অস্ত্রোপচার। বহু ক্ষেত্রেই রোগীর প্রাণ বাঁচাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে এই পদ্ধতি একান্ত জরুরি হয়ে পড়ে। এখন সেই তালিকায় মূত্রাশয় প্রতিস্থাপনকেও যুক্ত করা যেতে পারে।”
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো
যোনিদ্বার বন্ধ হয়ে গজিয়ে উঠল ‘পুরুষাঙ্গ’! রোগীর যৌনাঙ্গের অবস্থা দেখে থরথর কাঁপুনি চিকিৎসকদের
বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু
ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে
কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে
বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি